Post Collected from GBC Fb Group
বি ন্যাচারাল......
এই কথাটা শুনলেই পুরুষদের চোখে ভাসে মেকআাপ ছাড়া কোনন রঙ ডং ছাড়া এক রুপুসি রমণীর প্রতিচ্ছবি। তবে যা শুধু কল্পনাতেই কারন বাস্তবে মেকআাপ বিহিন রমণীদের দেখতে খুব কম পুরুষ মানুষ এর এই ভালো লাগে। যদি সত্যি সবার ন্যাচারাল ভাবে থাকা মেয়েদের কে ভালো লাগতো তাহলে হলিওড ; বলিওড এর নায়িকাদের এত্ত এত্ত ফ্যান থাকতো না। আর আমাদের দেশ এর ছেলে পেলে দের কথা নাই বললাম তাদের এক এক জনের তো দ ীপিকা ; ক্যাটরিনার মতো বউ লাগবে আর সবার মোবাইল এ তো তাদের ছবির অভাব এই নাই।
## এই বার আসি মুল কথায় মেয়েরা সাজে কেন????? সারা দিন মুখে এই সব আটা ময়দা মেখে থাকতে আমার মনে হয় কোন মেয়ের এই কখনো ভালো লাগে না। হয়তবা কথাটটা আপনাদের কাছে হাস্যকর লাগবে কিন্তু এইটটাই সত্য মেকআাপ করে কোন মেয়েই কখনো ইজি না।কারন তারা তখন ফ্রি ভাবে চলতে পারে না।
মেয়েরা সাজে কেন?? এইটার উত্তর টা দি মেয়েরা সাজে পুরুষ দের জন্য মেয়েরা সাজে আমাদের সমাজের জন্য। এখন আপনি প্রশ্ন করবেন আমাদের সমাজ কি বলসে নাকি সাজতে??? আমাদের সমাজ মেয়েদের কে সাজতে সরাসরি কখনওই বলে নাই। তবে বাকা ভাবে বলসে আমাদের সমাজ এর মামানুষ যত উন্নত হক না কেন তারা যত দেশ- ঘুরে আসুক না কেন তাদের চিন্তা ধারা এখনো আগের মতই।
#arman আপনি কি জানেন একটা মেয়ে কালো হওয়ার কারনে আমাদের সমাজে তাকে কতটালাঞ্ছিত হতে হয়?? প্রতি টা ক্ষেত্রে তাকে ছোট করে দেখা হয়। একটা সময় কালো বলে বিয়ে হচ্চে না দেখে তার পরিবার ও তাকে কটাক্ষ করতে থাকে। আর তাই অই মেয়েটা নিজেকে সবার কাছে সুন্দর করার জন্য সাজে পারলর এ যায়। এই পারলর এ যাওয়া টা কে আপ্নারা খুব নেগেটিভ চোখে দেখেন কিন্তু ঘুরে ফিরে কিন্তু এদের কেই পছন্দমত করেন যে মেয়েটা পারলর এ যায় না দেখতে কালো তার দিকে কিন্তু কেও ভালবাসা কেন বন্ধুত্তের চোখে ও কম তাকায়। আপনার যদি আমার কথা সত্যি না মনে হয় তবে আজকে এলাকাতে এক্তা চক্কর মেরে আসবেন একটা উদাহারন হলেও পাবেন।
আমরা প্রায় দেখি রাস্তা ঘাটে অনেকেই টিস করে মেয়েদেরকে তো যে মেয়ে টা কে টিস করা হয় সে যদি সুন্দরি হয় আর সে যদি উলটা কোন প্রতিবাদ করে অর অন্ন কিছু বলে তখন ছেলেরা বলে সুন্দরি ভাব তো থাকবোই কিন্তু ভাইরে ভাই মাইয়া টা যদি কালো হয় আর সে যদি কেন উত্তর দেয় তাহলে ছেলেরা কি বলে জানেন কালা মাইয়ার আবার দেমাগ কত।
যুগ যুগ ধরে আপনারা পুরুষরা সৌন্দযের্র পুজারি বলেই কিন্তু মেয়েরা সুন্দর হতে চায় একটা বাস্তব সত্য কথা কি জানেন আমাদের এই সমাজে যে মেয়েটা সুন্দর তাকেই মানুষ মনে করা হয় আর যারা কালো তাদের কে যে কত কিছুর শিকার হতে হয় শুধু গায়ের রঙ টা কালো দেখে। সেটা বুঝার খমতা আমাদের সমাজের পুরুষদদের না কখনো ছিল না কখনো হবে। তারা শুধু নারিদের দোষ এই দরতে পারবে নারিরা এইটা করসে নারিরা ঔইটা করসে এর বাহিরে আর কিছুই না
দিনশেষে সবারি সুন্দরি একখান বউ লাগবো কালা বউ কারো লাগবে না।
জয় হক আপনাদের পুরুষদদের।।।।।
একটা কথা মনে রাখবেন পারলর এর চাহিদা পুরুষদের সৌন্দযের্ যে পিপাসা সেটার কারনেই বাড়ে এমনি এমনি মেয়েরা সে খানে যায় না
মেয়েরা সাজে কেন?? এইটার উত্তর টা দি মেয়েরা সাজে পুরুষ দের জন্য মেয়েরা সাজে আমাদের সমাজের জন্য। এখন আপনি প্রশ্ন করবেন আমাদের সমাজ কি বলসে নাকি সাজতে??? আমাদের সমাজ মেয়েদের কে সাজতে সরাসরি কখনওই বলে নাই। তবে বাকা ভাবে বলসে আমাদের সমাজ এর মামানুষ যত উন্নত হক না কেন তারা যত দেশ- ঘুরে আসুক না কেন তাদের চিন্তা ধারা এখনো আগের মতই।
#arman আপনি কি জানেন একটা মেয়ে কালো হওয়ার কারনে আমাদের সমাজে তাকে কতটালাঞ্ছিত হতে হয়?? প্রতি টা ক্ষেত্রে তাকে ছোট করে দেখা হয়। একটা সময় কালো বলে বিয়ে হচ্চে না দেখে তার পরিবার ও তাকে কটাক্ষ করতে থাকে। আর তাই অই মেয়েটা নিজেকে সবার কাছে সুন্দর করার জন্য সাজে পারলর এ যায়। এই পারলর এ যাওয়া টা কে আপ্নারা খুব নেগেটিভ চোখে দেখেন কিন্তু ঘুরে ফিরে কিন্তু এদের কেই পছন্দমত করেন যে মেয়েটা পারলর এ যায় না দেখতে কালো তার দিকে কিন্তু কেও ভালবাসা কেন বন্ধুত্তের চোখে ও কম তাকায়। আপনার যদি আমার কথা সত্যি না মনে হয় তবে আজকে এলাকাতে এক্তা চক্কর মেরে আসবেন একটা উদাহারন হলেও পাবেন।
আমরা প্রায় দেখি রাস্তা ঘাটে অনেকেই টিস করে মেয়েদেরকে তো যে মেয়ে টা কে টিস করা হয় সে যদি সুন্দরি হয় আর সে যদি উলটা কোন প্রতিবাদ করে অর অন্ন কিছু বলে তখন ছেলেরা বলে সুন্দরি ভাব তো থাকবোই কিন্তু ভাইরে ভাই মাইয়া টা যদি কালো হয় আর সে যদি কেন উত্তর দেয় তাহলে ছেলেরা কি বলে জানেন কালা মাইয়ার আবার দেমাগ কত।
যুগ যুগ ধরে আপনারা পুরুষরা সৌন্দযের্র পুজারি বলেই কিন্তু মেয়েরা সুন্দর হতে চায় একটা বাস্তব সত্য কথা কি জানেন আমাদের এই সমাজে যে মেয়েটা সুন্দর তাকেই মানুষ মনে করা হয় আর যারা কালো তাদের কে যে কত কিছুর শিকার হতে হয় শুধু গায়ের রঙ টা কালো দেখে। সেটা বুঝার খমতা আমাদের সমাজের পুরুষদদের না কখনো ছিল না কখনো হবে। তারা শুধু নারিদের দোষ এই দরতে পারবে নারিরা এইটা করসে নারিরা ঔইটা করসে এর বাহিরে আর কিছুই না
দিনশেষে সবারি সুন্দরি একখান বউ লাগবো কালা বউ কারো লাগবে না।
জয় হক আপনাদের পুরুষদদের।।।।।
একটা কথা মনে রাখবেন পারলর এর চাহিদা পুরুষদের সৌন্দযের্ যে পিপাসা সেটার কারনেই বাড়ে এমনি এমনি মেয়েরা সে খানে যায় না
No comments:
Post a Comment
Thanks for your comment.