Post Collected from GBC Fb Group
"নলেজ অভ 'ল' (--পর্ব-০৮--)
কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ইত্যাদির অনিষ্ট সাধন ও দন্ড:
যদি কোনো ব্যক্তি কোনো কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কের মালিক বা জিম্মাদারের অনুমতি ব্যতিরেকে উদ্দেশ্যমূলকভাবে কোনো ধরনের কম্পিউটার সংক্রামক বা দূষক বা কম্পিউটার ভাইরাস প্রবেশ করান বা প্রবেশ করানোর চেষ্টা করেন।
তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্যরুপ ২০০৬ সালের (সংশোধনী/২০১৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৪ (০১)(গ) ধারায় অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হইবে।
কোনো ব্যক্তি এর অধীন অপরাধ করিলে তিনি উক্তরুপ অপরাধের জন্য অনধিক১৪ (চৌদ্দ) এবং অন্যুন ০৭ (সাত) বছর কারাদন্ডে বা অনধিক ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।
No comments:
Post a Comment
Thanks for your comment.