Post Collected from GBC Fb Group
বিতর্কে যাবেন না
নীরবতা অবলম্বন করুন
তাৎক্ষণিক ঝগড়া পরিহার করুন
ঝগড়ার সুদূর প্রসারী পরিণাম নিয়ে ভাবুন
কাউকে অপমান করবেন না
কারো সমালোচনা করবেন না
কারো সাথে তুলনা দিতে যাবেন না
আওয়াজ উঁচু করবেন না
সদয় মনোভাব প্রকাশ করুন
ধৈর্য ধরুন
জীবনের শুরু থেকে কেও কোনদিন পারিবারিক ঝগড়ার কবলে পড়েননি এমন কথা কেও হলফ করে বলতে পারবে না। ঝগড়া বা বিবাদ একটি স্বাভাবিক নিয়ম।
সম্পর্ক যতো মধুর হবে ততই কথা কাটাকাটি ঝগড়া-বিবাদ লেগে থাকবে এটি একদম স্বাভাবিক নিয়ম। এই পারিবারিক সমস্যাগুলো যতো তাড়াতাড়ি মেটানো যায় ততই মঙ্গলজনক। কারণ এটি এক ধরনের ভুল বোঝাবুঝির কারণে হয়ে থাকে। তাই এটিকে ধরে বসে থাকলে ক্রমেই খারাপের দিকে যাবে। তাই আলোচনার মাধ্যমে মিমাংসা করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
অনেকেই আছে ঝগড়া-বিবাদ করে বুকের ভেতর অভিমান জমিয়ে রেখে কষ্ট পেতে থাকেন। আর এভাবেই দূরত্বের সৃষ্টি হতে থাকে দীর্ঘদিনের সম্পর্কের। সে কারণে ঝগড়ার পর সম্পর্ক আবার নতুন করে মধুরতায় ফিরিয়ে আনতে চেষ্টা করতে হবে দুজনকেই। এতে করে দুজনের প্রতি স্রদ্ধাও বাড়বে অপরদিকে সম্পর্কও হবে দীর্ঘস্থায়ী।
পারিবারিক ঝগড়া-বিবাদ সৃষ্টি হলে এই পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেনঃ
বিতর্কে যাবেন না
নীরবতা অবলম্বন করুন
তাৎক্ষণিক ঝগড়া পরিহার করুন
ঝগড়ার সুদূর প্রসারী পরিণাম নিয়ে ভাবুন
কাউকে অপমান করবেন না
কারো সমালোচনা করবেন না
কারো সাথে তুলনা দিতে যাবেন না
আওয়াজ উঁচু করবেন না
সদয় মনোভাব প্রকাশ করুন
No comments:
Post a Comment
Thanks for your comment.