Love for Beloved Chhayani Union

Friday, 22 July 2016

তারা ফিরতে একটু রাত হল। হোটেলে এসে দেখে লিপ্ট অফ। তারা চিন্তা করতে লাগল ৭৫তলা হেঠে কেমনে উঠবে।

Post Collected from GBC Fb Group


তারা ফিরতে একটু রাত হল। হোটেলে
এসে দেখে লিপ্ট অফ। তারা চিন্তা
করতে লাগল ৭৫তলা হেঠে কেমনে
উঠবে। পরে সিদ্ধান্ত নিয়ে তারা
উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন
গল্প আরম্ভ করল। তার গল্প শেষ হতে হতে
তারা ২৫ তলায় অবস্থান করে ! এর পর
আরেক জন গান করা আরম্ভ করল। দেখে
৫০ তলায় গিয়ে তার সব গান শেষ। এখন
কি করা যায়? তারপর অন্যজন শুরু করল তার
দুঃখ-কষ্ঠের কথা। তার সব ঘটনা যখন বলা
শেষ হয় তখন তারা ৭৫ তলায় গিয়ে
পৌছে। তারা যখন দরজা খুলতে গেল
দুর্ভাগ্য ক্রমে দেখা গেল চাবিটা
রেসিপশানের কাছে রয়ে গেছে।
তবে এখনকি আর সম্ভব নিচে গিয়ে
চাবি নিয়ে আশা? তেমনি ভাবে
আমরা জীবনের ২৫বছর কাটিয়ে দিয়
লেখাপড়া করে। আর ২৫ বছর কাটিয়ে
দিয় চাকুরী বা ব্যবসা- বাণিজ্য
নিয়ে।
আর বাকী ২৫ বছর অথবা যা সময় বেঁচে
থাকি তা কেটে যায় ছেলে মেয়ের
বিয়ে এবং বিভিন্ন রোগের
ডাক্তারের কাছে ছুটাছুটি করে।
জীবনে প্রতিষ্ঠিত হয়ার জন্য আপনি-
আমি হয়তো এতো কিছু করতেছি। কিন্তু
আখেরাতের ঐ কঠিন দিনে নিজেকে
বাঁচানোর জন্য যদি দুনিয়াতে এখন
থেকে কিছু না করি তাহলে কষ্ঠ করে
ঐ তিন বন্ধুর মত গন্তব্যে পৌছাব কিন্তু ঐ
জান্নাতের চাবিটা দুনিয়াতেই
থেকে যাবে। তিন বন্ধু যেমেন
নিদিষ্ট লক্ষে গিয়েও আপসোস
করতেছে। ঠিক তেমনি ভাবে কাল
কিয়ামতের দিনও আপনার- আমার হয়তো
আপসোস করা ছাড়া উপায় থাকবে না।
তাই আসুন আমরা শরীয়াতের সকল হুকুম
আহকাম মেনে চলি। নামাজ, রোজা,
যাকাত হজ্জ যথাযথ ভাবে আদায় করি।
এছাড়া কোন অন্যায় কাজ করলে
আল্লাহর কাছে তওবা করি। তাহলেই
আমরা দিন মুক্তি পাব
ইনশা আল্লাহ।
Like
Comment
Comments
Imran Hossain Really, it's very important post,we should prepare for afterlife from universe.
Zahid Hossain Nazim Uddin Rony..vai nice example for our correction and motivation. Thank you.
LikeReply1July 20 at 8:37pm

No comments:

Post a Comment

Thanks for your comment.

 

SSC Chemistry

SSC Chemistry

 
Blogger Templates