Post Collected from GBC Fb Group
এলাকার বর্তমান অবস্হা দেখলে খুবই খারাপ লাগে,তরুন এবং কিশোের সমাজ ধংশের পথে।যে বয়সে ছোট ছোট ছেলেরা পড়ালেখা করবে স্কুলে যাবে এই বয়সে তারা হইশা মির খেলে টাস জুয়া গেলে, লেদা লেদা পোলাপাইন চুরিও করে বিড়ি সিগারেট টানে মাজে মধ্যে, আর তাদের ভাষা ব্যবহার ও খুবই নোংরাজনক,এসব কাজে বড় বড় পোলাপাইন ওদেরকে উৎসাহিত করে।আর এর মূল কারন হলো অভিবাবকদের পশ্রয় ও পারিবারিক অসচেতনতা, একে একে আজ পুরো কিশোর সমাজ ধংশের দিকে দাবিত হচ্ছে।তাই এসব বন্ধ করতে হলে সবার সন্তানকে সুপথে আনতে হলে এলাকার সবাইকে এবং বিশেষ অভিবাকদের সচেতন এবং এগিয়ে আসতে হবে।।দৃষ্টি রাখুন আপনার সন্তানের দিকে
No comments:
Post a Comment
Thanks for your comment.