Love for Beloved Chhayani Union

Saturday, 16 July 2016

প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগের পর নিজের মালপত্র নামাচ্ছেন সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুন। এক ছবি দিয়েই বুঝে নিন উন্নত দেশের রাজনীতিবিদ দের চরিত্র। আমাদের দেশেও কবে এমন রাজনীতিবিদ হবে ?

Post Collected from GBC Fb Group
প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগের পর নিজের মালপত্র নামাচ্ছেন সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুন।
এক ছবি দিয়েই বুঝে নিন উন্নত দেশের রাজনীতিবিদ দের চরিত্র।
আমাদের দেশেও কবে এমন রাজনীতিবিদ হবে ?
Like
Comment
Comments
Mohammed Alamgir বেলজিয়ামের প্রধান মন্ত্রী সাধারণ মানুষের সাথে টং দোকানে ( টং দোকান মানে সস্তা রেস্টুরেন্ট) বসে চা বিস্কুট খায়। অন্য মন্ত্রীদেরও একই অবস্থা।
একবার এক নাম করা মিনিষ্টারের সাথে দেখা হয়েছিল এরকম এক টং দোকানে। কিছুক্ষন আলাপ হওয়ার পর আবদার করে বসলাম একটা উপকার করার জন্য ( শত হলেও আমি বাঙ্গালীত সুযোগ যখন পাইছি  ) । তিনি আবদারটা রেখেছেন। সেই আবদারে অনেক বাংলাদেশী বেলজিয়ামে স্থায়ি বসবাস করার সুযোগ পেয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হল, আমরা বাঙ্গালীরা তাকে ভোট দেই নাই ( শত হলেও আমরা বাঙ্গালীত  )। যাই হোক, আমরা পরে বেলজিয়াম স্টুডেন্ট এসোসিয়েশানের পক্ষ থেকে তাঁকে সংবর্ধণা দিয়েছিলাম।
তবে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের ভিভিআইপি রা চাইলেই ইউরোপ-আমেরিকার মতন এইভাবে স্বাধীনভাবে নিজের কাজ ও চলাপেরা করতে সম্ভবপর হবে না। এ ক্ষেত্রে আমাদের জনগণের দোষটাই বেশী। কারণ আমরা জনগণরা 4th class একটা নায়ক নায়িকা রাস্তায় দেখলে যে ভাবে তাদের উপর জাঁপিয়ে পড়ি, আর এমপি মন্ত্রী হলেত আরও খারাপ অবস্থা!
LikeReply1July 14 at 3:33amEdited
RJ Adnan এটা বাংলাদেশে future impossible tense 
LikeReply1July 14 at 3:37am
Adolescent Udoy কখনোই সম্ভব না
Riyaj Hossain Indiar Prodan Montri N Modi Jokhon Saudy Arab Asce tokhon labour der sathe lunch korce,,r amader prodan montrirr obostha to sobai janen......

রাত জাগার ৮টি ভয়াবহ পরিণাম

Post Collected from GBC Fb Group
রাত জাগার ৮টি ভয়াবহ পরিণাম
“জানিস দোস্ত কাল রাতে আমি ৩টায় ঘুমাতে গেছিলাম।
আরে কি বলিস, আমিতো ৫টায় ঘুমাতে গেছি।
আরে আমার তো রাতে ঘুমই আসেনা।”
এমন সব কথার ভিড়ে যদি আপনি বলে বসেন যে আপনি ১০টা বা ১১টার দিকে ঘুমিয়ে পড়েছিলেন তাহলে সবার মাঝে এমন সব প্রতিক্রিয়া সৃষ্টি হবে যা দেখে আপনার নিজেকে উদ্ভট মনে করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
কিন্তু আদৌ কি এই জীবনযাপন উপকারী! স্মার্টনেস দেখাতে গিয়ে আপনি নিজের কতটা ক্ষতি করছেন তার ধারণা আছে তো? চলুন জেনে নেই রাত জাগার ক্ষতিকারক দিকগুলো-
১। অতিরিক্ত রাত জাগার কারণে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে।
২। বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়।
৩। ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
৪। কাজের উপর থেকে মনোযোগ হারিয়ে যেতে থাকে।
৫। মাথা ব্যথা এবং কোমরে ব্যথা সৃষ্টি হয়।
৬। ওজন বৃদ্ধি পায়।
৭। দুশ্চিন্তা বাড়ে এবং মেজাজ খিটমিটে থাকে।
৮। ধীরে ধীরে এই অভ্যাসটি ইনসোমনিয়া রোগে পরিণত হয়।
Like
Comment
Comments
Imran Hossain আমারতো প্রায় ১টার আগে গুমে আসেনা,তাহলে আমার?
LikeReply23 hrs
মোঃ রায়হান ঘুমানোর সঠিক সময় কয়টা?
LikeReply23 hrs
Alvida Mahmud খুব ভালো পোস্ট ধন্যবাদ ভাইয়া
LikeReply23 hrs
Mohammad Jahangir Alam কম ঘুমালে গ্যাস্ট্রিক হয়, প্রমাণিত। রাতে বা দিনে ২৪ ঘন্টার মধ্যে কম পক্ষে ৬ ঘন্টা ঘুমাতে হবে।
LikeReply123 hrs
Morshid Alam আসলে আপনারা তো সুখি মানুষ তার কারনে এ অবস্তা আমাদের মতো
LikeReply21 hrs
Morshid Alam খেটে খাওয়ার মানুষ হলে এ রকম হবে না
LikeReply21 hrs
Ali Ashraf আগের সময় এবং আমাদের অনেক ওস্তাদ দেখেছি এশার নামাজ পড়ার পর ঘুমিয়ে যেতেন আর শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ আদায় করতেন।
LikeReply18 hrs
Post Collected from GBC Fb Group

েরিয়া, কঙ্গো, রুয়ান্ডা আইভরিকোস্টে দশকের পর দশক ধরে চলমান সঙ্ঘাত কোন ধর্ম রক্ষার জন্য? শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদী দের যে সঙ্ঘাত চলছিল তাতেও কি কোন ধর্ম ছিল?
যুগে যুগে ধর্ম এসেছে মানুষ শৃঙ্খলবদ্ধ করার জন্য। দুর্জনের কোন ধর্ম থাকেনা। সে থাকে কেবল সঙ্ঘাত সংযোগের সুযোগের অপেক্ষায়। এরা কখনো ধর্মাশ্রয়ী, কখনও বর্নাশ্রয়ী্‌, কখনো গোষ্ঠী/দলাশ্রয়ী।
ধর্মহীন কিংবা উগ্র ধর্মীয় মতাদর্শের অতি পণ্ডিতগন এসব ঘটনায় ধর্মকে/ অন্য ধর্মকে নিরন্তর গালিগালাজ করছেন তারা কেবল তাদের মস্তিষ্কের অসার ভাবনাকেই প্রকাশ করছেন।
আবার আমার দেশে সাম্প্রতিক সন্ত্রাসী কাণ্ডের পরপরই কিছু আমড়ার ঢেঁকী সর্বস্ব নেতা/মন্ত্রি অন্য পক্ষকে নিরেট দোষারোপ/ গালিগালাজ শুরু করেন। ভিত্তিহীন, যুক্তিহীন গলাবাজিই মনে হয় এদের ধর্ম। যুক্তির শেষ যেখানে, গালির সূচনা সেখানেই।
ধর্মের ধুয়া তুলে এই দেশে যে সঙ্ঘাত, সঙ্কট তৈরির প্রচেষ্টা তা কেবল দুর্জনের সুযোগ আর সুবিধাকেই প্রসারিত করবে। দুর্জনের অন্তরের লোভ আর ঘৃণা দিয়ে ধর্মকে, আমার জাতীয়তাবাদকে কলুষিত করার দৃঢ় প্রকল্পের নামান্তর।
এইদেশে শত বছর থেকে নানা ধর্ম আর জাতের মানুষের সহ অবস্থান ছিল আজো আছে। তখনও কারো ধর্ম কারো জাত কেউ নেয়নি। তাহলে আজ কেন সঙ্কট হবে? আমার সাধের কলাপাতায় অর্ঘ্য সাজিয়ে হয় তোমার দেবতার পূজো হয়। আবার তোমার চাষের কাটারিভোগেই হয় আমার মিলাদের সিন্নি। ধর্ম কখনো বাধা হয়নি, হবেনা।
শুকুনের বিষাক্ত থাবা ব্যর্থ হোক বিষ ছড়ানর আগেই। ভাল থেকো আমার প্রিয় দেশ। সুন্দর থাকুক আমার পৃথিবী।
LikeShow more reactions
Comment
 

SSC Chemistry

SSC Chemistry

 
Blogger Templates