Saturday, 16 July 2016
রাত জাগার ৮টি ভয়াবহ পরিণাম
Post Collected from GBC Fb Group
রাত জাগার ৮টি ভয়াবহ পরিণাম
“জানিস দোস্ত কাল রাতে আমি ৩টায় ঘুমাতে গেছিলাম।
“জানিস দোস্ত কাল রাতে আমি ৩টায় ঘুমাতে গেছিলাম।
আরে কি বলিস, আমিতো ৫টায় ঘুমাতে গেছি।
আরে আমার তো রাতে ঘুমই আসেনা।”
এমন সব কথার ভিড়ে যদি আপনি বলে বসেন যে আপনি ১০টা বা ১১টার দিকে ঘুমিয়ে পড়েছিলেন তাহলে সবার মাঝে এমন সব প্রতিক্রিয়া সৃষ্টি হবে যা দেখে আপনার নিজেকে উদ্ভট মনে করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
কিন্তু আদৌ কি এই জীবনযাপন উপকারী! স্মার্টনেস দেখাতে গিয়ে আপনি নিজের কতটা ক্ষতি করছেন তার ধারণা আছে তো? চলুন জেনে নেই রাত জাগার ক্ষতিকারক দিকগুলো-
১। অতিরিক্ত রাত জাগার কারণে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে।
২। বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়।
৩। ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
৪। কাজের উপর থেকে মনোযোগ হারিয়ে যেতে থাকে।
৫। মাথা ব্যথা এবং কোমরে ব্যথা সৃষ্টি হয়।
৬। ওজন বৃদ্ধি পায়।
৭। দুশ্চিন্তা বাড়ে এবং মেজাজ খিটমিটে থাকে।
৮। ধীরে ধীরে এই অভ্যাসটি ইনসোমনিয়া রোগে পরিণত হয়।
Post Collected from GBC Fb Group
েরিয়া, কঙ্গো, রুয়ান্ডা আইভরিকোস্টে দশকের পর দশক ধরে চলমান সঙ্ঘাত কোন ধর্ম রক্ষার জন্য? শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদী দের যে সঙ্ঘাত চলছিল তাতেও কি কোন ধর্ম ছিল?
যুগে যুগে ধর্ম এসেছে মানুষ শৃঙ্খলবদ্ধ করার জন্য। দুর্জনের কোন ধর্ম থাকেনা। সে থাকে কেবল সঙ্ঘাত সংযোগের সুযোগের অপেক্ষায়। এরা কখনো ধর্মাশ্রয়ী, কখনও বর্নাশ্রয়ী্, কখনো গোষ্ঠী/দলাশ্রয়ী।
ধর্মহীন কিংবা উগ্র ধর্মীয় মতাদর্শের অতি পণ্ডিতগন এসব ঘটনায় ধর্মকে/ অন্য ধর্মকে নিরন্তর গালিগালাজ করছেন তারা কেবল তাদের মস্তিষ্কের অসার ভাবনাকেই প্রকাশ করছেন।
আবার আমার দেশে সাম্প্রতিক সন্ত্রাসী কাণ্ডের পরপরই কিছু আমড়ার ঢেঁকী সর্বস্ব নেতা/মন্ত্রি অন্য পক্ষকে নিরেট দোষারোপ/ গালিগালাজ শুরু করেন। ভিত্তিহীন, যুক্তিহীন গলাবাজিই মনে হয় এদের ধর্ম। যুক্তির শেষ যেখানে, গালির সূচনা সেখানেই।
ধর্মের ধুয়া তুলে এই দেশে যে সঙ্ঘাত, সঙ্কট তৈরির প্রচেষ্টা তা কেবল দুর্জনের সুযোগ আর সুবিধাকেই প্রসারিত করবে। দুর্জনের অন্তরের লোভ আর ঘৃণা দিয়ে ধর্মকে, আমার জাতীয়তাবাদকে কলুষিত করার দৃঢ় প্রকল্পের নামান্তর।
এইদেশে শত বছর থেকে নানা ধর্ম আর জাতের মানুষের সহ অবস্থান ছিল আজো আছে। তখনও কারো ধর্ম কারো জাত কেউ নেয়নি। তাহলে আজ কেন সঙ্কট হবে? আমার সাধের কলাপাতায় অর্ঘ্য সাজিয়ে হয় তোমার দেবতার পূজো হয়। আবার তোমার চাষের কাটারিভোগেই হয় আমার মিলাদের সিন্নি। ধর্ম কখনো বাধা হয়নি, হবেনা।
শুকুনের বিষাক্ত থাবা ব্যর্থ হোক বিষ ছড়ানর আগেই। ভাল থেকো আমার প্রিয় দেশ। সুন্দর থাকুক আমার পৃথিবী।
যুগে যুগে ধর্ম এসেছে মানুষ শৃঙ্খলবদ্ধ করার জন্য। দুর্জনের কোন ধর্ম থাকেনা। সে থাকে কেবল সঙ্ঘাত সংযোগের সুযোগের অপেক্ষায়। এরা কখনো ধর্মাশ্রয়ী, কখনও বর্নাশ্রয়ী্, কখনো গোষ্ঠী/দলাশ্রয়ী।
ধর্মহীন কিংবা উগ্র ধর্মীয় মতাদর্শের অতি পণ্ডিতগন এসব ঘটনায় ধর্মকে/ অন্য ধর্মকে নিরন্তর গালিগালাজ করছেন তারা কেবল তাদের মস্তিষ্কের অসার ভাবনাকেই প্রকাশ করছেন।
আবার আমার দেশে সাম্প্রতিক সন্ত্রাসী কাণ্ডের পরপরই কিছু আমড়ার ঢেঁকী সর্বস্ব নেতা/মন্ত্রি অন্য পক্ষকে নিরেট দোষারোপ/ গালিগালাজ শুরু করেন। ভিত্তিহীন, যুক্তিহীন গলাবাজিই মনে হয় এদের ধর্ম। যুক্তির শেষ যেখানে, গালির সূচনা সেখানেই।
ধর্মের ধুয়া তুলে এই দেশে যে সঙ্ঘাত, সঙ্কট তৈরির প্রচেষ্টা তা কেবল দুর্জনের সুযোগ আর সুবিধাকেই প্রসারিত করবে। দুর্জনের অন্তরের লোভ আর ঘৃণা দিয়ে ধর্মকে, আমার জাতীয়তাবাদকে কলুষিত করার দৃঢ় প্রকল্পের নামান্তর।
এইদেশে শত বছর থেকে নানা ধর্ম আর জাতের মানুষের সহ অবস্থান ছিল আজো আছে। তখনও কারো ধর্ম কারো জাত কেউ নেয়নি। তাহলে আজ কেন সঙ্কট হবে? আমার সাধের কলাপাতায় অর্ঘ্য সাজিয়ে হয় তোমার দেবতার পূজো হয়। আবার তোমার চাষের কাটারিভোগেই হয় আমার মিলাদের সিন্নি। ধর্ম কখনো বাধা হয়নি, হবেনা।
শুকুনের বিষাক্ত থাবা ব্যর্থ হোক বিষ ছড়ানর আগেই। ভাল থেকো আমার প্রিয় দেশ। সুন্দর থাকুক আমার পৃথিবী।
Subscribe to:
Posts (Atom)