নতুন করে শিক্ষা নিতে হবে কাহাকে ডাকাতি বলে আর কাহাকে চুরি বলে।
আমাদের বিজ্ঞ সদস্য আবুল হোসাইন সাহেব ও আরো কয়েকজন সদস্য আজকের বাজারের কয়েকটা দোকান চুরির ঘটনা কে ডাকাতিতে রুপান্তর করে কোন ধরনের পায়দা লুটতেছে তা আমি অবগত নয়।
পিরে আসি আসল কথায়....
আমাদের বিজ্ঞ সদস্য আবুল হোসাইন সাহেব ও আরো কয়েকজন সদস্য আজকের বাজারের কয়েকটা দোকান চুরির ঘটনা কে ডাকাতিতে রুপান্তর করে কোন ধরনের পায়দা লুটতেছে তা আমি অবগত নয়।
পিরে আসি আসল কথায়....
আমি সবাইকে বলব আপনারা ছয়ানীর কোন নিউজ দেওয়ার আগে নিউজটা যাচাই বাচাই করে দিবেন। কোন ধরনের স্বার্থ উদ্দার আর রাজনৈতিক পায়দা লুটানোর জন্য কোন তথ্য দিবেন না।
আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের নবনর্বাচিত চেয়ারম্যান মহি উদ্দিন সাহেব দুঃখ প্রকাশ করেছেন আর সবাই কে সজাগ থাকার জন্য অনুরোধ করেছেন। আর এই ঘটনায় জড়িতদের কে বের করার জন্য সবাইকে অনুরোধ করেছেন আর এখন থেকে বাজারের উপর কড়া নজরদারীতে রাখা হবে। সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।
No comments:
Post a Comment
Thanks for your comment.