Love for Beloved Chhayani Union

Tuesday, 16 August 2016

"ভিসা ভিসা ভিসা"

Post Collected from GBC Fb Group
"ভিসা ভিসা ভিসা"
কিছু দিন আগের কথা, একজন পাকিস্তানি ভিসা ব্যবসায়ী বলল, এক কোম্পানীতে বাংলাদেশী ভিসা পেয়েছি ভাই। সব কিছু ঠিক করে আসলাম ১০০০ রিয়াল বেতন, ভিসা আমাকেই দিবে। কিন্তু ২ দিন পরে ঐ কোম্পানী থেকে ফোন আসলো ভাই আপনাকে ভিসা দেওয়া যাবেনা। কারণ জানতে চাইলে উনারা বললো ৭০০ রিয়াল বেতনে শ্রমিক পাচ্ছি, আপনাকে কেন ১০০০ রিয়াল বেতনে ভিসা দিবো? পরে জনতে পারলাম একজন বাংলাদেশী ভিসা ব্যবসায়ী ৭০০ রিয়াল বেতনে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক এনে দিবে বলে উনাদের সাথে চুক্তিনামা করে ফেলেছে।
আমার প্রিয় বাংলাদেশী ভিসা ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ, দয়া করে নিজের বেশী লাভের আশায় দেশে ও জাতির ক্ষতি করবেন না।
এই কয় দিনের খবরে আর কিছু না লিখে পারছি না, আচ্ছা সৌদি আরব প্রবাসী ভাইয়েরা সত্যি করে বলেন'তো বর্তমানে সৌদি আরব এ যখন অর্থনৈতিক মন্দা চলছে, অনেক কোম্পানীতে কাজ না থাকায় জনবল ছাটাই চলছে, অনেক কোম্পানীর মালিক গন তাদের লোকজনের কাজ না থাকা সত্যেও কোটা হারে সৌদি নাগরিকদের প্রতি মাসে নিজের থেকে বেতন দিতে হচ্ছে, ঠিক সেই মুহুর্তে বাংলাদেশের ভিসা উন্মুক্ত হল? দীর্ঘ্যদিন পর বাংলাদেশীদের জন্য ভাল সুযোগ এসেছে বটে। কিন্তু তাড়াহুড়ো করে উচ্চ মূল্যে ভিসা কিনে এখানে আসা (সৌদি আরব) কোনো মানে হয়?
বাংলাদেশী ভাইদের কাছে আমার অনুরোধ দয়াকরে কেউ বেশি টাকায় ভিসা কিনবেন না। সবাই যদি একযোগে বেশি টাকার দালালদের না করতে পারেন তবেই অল্প টাকায় সৌদি আরবে আসতে পারবেন। এছাড়াও যেকোনো দেশে যেতে প্রথমেই কোম্পানী সম্পর্কে জানুন। বেতন ও অন্যান্য সুবিধা জানুন। তারপর অফিসে সঠিকভাবে লেনদেন করুন।
আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হয়ে আপনাদের জানাতে চেষ্টা করেছি।
Like
Comment
Comments
Mohammed Alamgir গুরুত্বপূর্ণ পোষ্ট। ধন্যবাদ আপনাকে Riyaj Hossain সাহেব।

No comments:

Post a Comment

Thanks for your comment.

 

SSC Chemistry

SSC Chemistry

 
Blogger Templates