গ্রুপে পোস্টিংয়ের ও কমেন্টের নিয়মাবলী:
১. জিবিসি একটি এলাকা ভিত্তিক গ্রুপ। এখানে উস্কানিমূলক কোন পোস্ট, সেটা ধর্ম, রাজনীতি বা জাতীয়তাবাদী যাই হোক না কেন, করা যাবেনা। এমনকি ক্রিকেট খেলায় বাংলাদেশ জিতেছে, তাই বলে প্রতিপক্ষকে ছোট করতে যা খুশি তাই লিখে পোস্ট করা যাবেনা। মানুষের মানবিকতা তখন প্রকাশ পায় যখন তাঁকে অন্যের উপর শ্রেষ্ঠত্য দেয়া হয়। আমরা সেটার অপব্যবহার চাই না।
২. কাউকে কোন অবস্থাতেই ব্যক্তিগত আক্রমন করে কোন রকম পোস্ট/কমেন্ট করা যাবেনা। পোস্টের মূল বিষয় নিয়েই আলোচনা হতে হবে। আলতু ফালতু বিষয় টেনে আনা যাবেনা। "আপনি দাড়ি রেখে, পাঞ্জাবি পরে সমকামীদের বিয়েকে কিভাবে সাপোর্ট করেন? আপনিও কী সমকামী?" অথবা, "আপনি এত ইসলামী লেখা লিখছেন, আপনার হিজাব কই?" জাতীয় ফালতু কথা একদমই সহ্য করা হবেনা।
৩. শব্দ চয়নে যথেষ্ট যত্নশীল হতে হবে। অযথা গালাগালি বা অশ্লীল শব্দ ব্যবহার করা যাবেনা।
৪. এটি কোন চিটচ্যাট গ্রুপ নয়। অনুগল্প বাদে এক দুই লাইনের অনর্থক লাইন পোস্ট না করলেই খুশি হবো। "কেমন আছেন সবাই? চলেন আড্ডা দেই।" জাতীয় লাইনের কথা বলছি। আড্ডা দেয়া যেতেই পারে। তবে সেটা ইনবক্সে হলে ভাল হয়। আড্ডাবাজি পোস্টের জন্যে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট চাপা পড়ে যায়।
৫. ফালতু বিজ্ঞাপন দেখিবা মাত্রই ডিলিট করা হইবে। তবে কিছু কিছু বিজ্ঞাপন, যেমন, "অমুক স্কুলের শিশুদের বই কেনার জন্য সাহায্যের প্রয়োজন" এমন বিজ্ঞাপন প্রকাশ করা যাবে। তবে সেটাও সীমিত আকারে।
৬. কোন লেখা/মন্তব্য আপত্তিকর ঠেকলে, অ্যাডমিনদের কাছে রিপোর্ট করুন।
৭. কোন টপিকে কারও কোন প্রশ্ন থাকলে কমেন্টে তিনি সেই প্রশ্ন করতেই পারেন। মূল পোস্টদাতা উত্তর দিবেন, না দিতে পারলে তাঁর অপারগতা প্রকাশ করবেন। অন্য কেউ সেই প্রশ্নের উত্তর জানলে তিনি নিজে থেকে উত্তর দিতে পারেন। তবে কোন অবস্থাতেই অহেতুক ব্যক্তিগত আক্রমন কোনভাবেই কাম্য নয়।
৮. গঠনমূলক সমালোচনা কাম্য আমাদের, উস্কানিমূলক বক্তব্য বা সদস্যের মাঝে ঝগড়া না। অশ্লীল আচরণের ক্ষেত্রে সে সদস্য জিবিসি থেকে ব্লকড হবেন, কিন্তু অপরাধের মাত্রা ছোট হলে তাকে ওয়ার্নিং দেয়ার পর ৩ দিন সুযোগ দেয়া হবে। তিনি যদি সংশোধন না করেন, তাহলে জিবিসি থেকে বিদায়। এখানে বাকি সদস্যদের কাছে একটা অনুরোধ আছে; কারো দৃষ্টিকটু কোন আচরণ চোখে পড়লে কেবল মাত্র "এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি" বলে কমেন্ট লিখলে তেমন কোন লাভ নেই, আমাদের চোখে নাও পড়তে পারে। আমাদের ১০ জনের কাউকে না কাউকে ট্যাগ করবেন প্লিজ, তাহলে আমাদের দেখার সম্ভাবনাটা হাজারগুণ বেশি। [আর আপোষে নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে পারলে তো আরো ভালো!]
(১) নিয়মাবলীর প্রথম নিয়মটি বরাবরই মতই সব পোস্টের বেলাতেই প্রয়োগ করা হবে। অর্থাৎ আপনি মনমতো সৃজনশীল এবং গঠনমূলক যে কোন পোস্ট করতে পারবেন, আলোচনা করতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে সেটা যেন শ্রদ্ধাশীল হয় সকলের প্রতি। যেমন, ধর্ম নিয়ে লিখুন, সমস্যা নেই, কিন্তু আর কারো বিশ্বাসকে ছোট করে নয়। খেলার কোন বিজয়ের কথা লিখছেন, প্রতিপক্ষ দল বা দলটার সাপোর্টারদের ছোট করবেন না প্লিজ।
(২) গ্রুপ যেহেতু বড় আমাদের, ভিন্নমতের অনেককেই এখানে পাবেন। আপনার সাথে সবার মিলবে না, এবং কারো প্রতি আপনার অনুযোগ থাকতেই পারে - কেবল সদস্য নয়, আমাদের কোন অ্যাডমিনের কোন লেখা বা আচরণ আপনার দৃষ্টিকটু লাগতেই পারে। সে ক্ষেত্রে আমাদের অনুরোধ, আমাদের ১০ জন অ্যাডমিনের কাছে একসঙ্গে ইনবক্সে মেসেজ পাঠাবেন। আমরা কেউ না কেউ জবাব দিবো, আপনার অভিযোগকে খতিয়ে দেখবো; হয় সংশোধনীমূলক একশন নেবো, কিংবা, আপনার কোথাও বোঝার ভুল হয়ে থাকলে সেটাকে ভাঙিয়ে দেবো। - ইনবক্সে বলতে বলার কারণ হচ্ছে, পাবলিক পোস্ট হলে কথা অন্যদিকে ঘুরে যায়-ই; আপনি হয়তো আমাদের ১০ অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন কিন্তু অন্য সদস্যরাও তাঁদের ইনপুট দিতে চাইবেন। তাছাড়া, পাবলিকলি কারো প্রতি অনুযোগের আঙ্গুল না তুলে সেটা ইনবক্সে হওয়াটাই সমীচীন বলে মনে করি।
বিনীত অনুরোধ করছি, নিয়মগুলোকে মাথায় রেখে পোস্ট কমেন্ট করবেন, আমরাও আরো জমজমাট একটা গ্রুপ পাবো।
ধন্যবাদ।
১. জিবিসি একটি এলাকা ভিত্তিক গ্রুপ। এখানে উস্কানিমূলক কোন পোস্ট, সেটা ধর্ম, রাজনীতি বা জাতীয়তাবাদী যাই হোক না কেন, করা যাবেনা। এমনকি ক্রিকেট খেলায় বাংলাদেশ জিতেছে, তাই বলে প্রতিপক্ষকে ছোট করতে যা খুশি তাই লিখে পোস্ট করা যাবেনা। মানুষের মানবিকতা তখন প্রকাশ পায় যখন তাঁকে অন্যের উপর শ্রেষ্ঠত্য দেয়া হয়। আমরা সেটার অপব্যবহার চাই না।
২. কাউকে কোন অবস্থাতেই ব্যক্তিগত আক্রমন করে কোন রকম পোস্ট/কমেন্ট করা যাবেনা। পোস্টের মূল বিষয় নিয়েই আলোচনা হতে হবে। আলতু ফালতু বিষয় টেনে আনা যাবেনা। "আপনি দাড়ি রেখে, পাঞ্জাবি পরে সমকামীদের বিয়েকে কিভাবে সাপোর্ট করেন? আপনিও কী সমকামী?" অথবা, "আপনি এত ইসলামী লেখা লিখছেন, আপনার হিজাব কই?" জাতীয় ফালতু কথা একদমই সহ্য করা হবেনা।
৩. শব্দ চয়নে যথেষ্ট যত্নশীল হতে হবে। অযথা গালাগালি বা অশ্লীল শব্দ ব্যবহার করা যাবেনা।
৪. এটি কোন চিটচ্যাট গ্রুপ নয়। অনুগল্প বাদে এক দুই লাইনের অনর্থক লাইন পোস্ট না করলেই খুশি হবো। "কেমন আছেন সবাই? চলেন আড্ডা দেই।" জাতীয় লাইনের কথা বলছি। আড্ডা দেয়া যেতেই পারে। তবে সেটা ইনবক্সে হলে ভাল হয়। আড্ডাবাজি পোস্টের জন্যে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট চাপা পড়ে যায়।
৫. ফালতু বিজ্ঞাপন দেখিবা মাত্রই ডিলিট করা হইবে। তবে কিছু কিছু বিজ্ঞাপন, যেমন, "অমুক স্কুলের শিশুদের বই কেনার জন্য সাহায্যের প্রয়োজন" এমন বিজ্ঞাপন প্রকাশ করা যাবে। তবে সেটাও সীমিত আকারে।
৬. কোন লেখা/মন্তব্য আপত্তিকর ঠেকলে, অ্যাডমিনদের কাছে রিপোর্ট করুন।
৭. কোন টপিকে কারও কোন প্রশ্ন থাকলে কমেন্টে তিনি সেই প্রশ্ন করতেই পারেন। মূল পোস্টদাতা উত্তর দিবেন, না দিতে পারলে তাঁর অপারগতা প্রকাশ করবেন। অন্য কেউ সেই প্রশ্নের উত্তর জানলে তিনি নিজে থেকে উত্তর দিতে পারেন। তবে কোন অবস্থাতেই অহেতুক ব্যক্তিগত আক্রমন কোনভাবেই কাম্য নয়।
৮. গঠনমূলক সমালোচনা কাম্য আমাদের, উস্কানিমূলক বক্তব্য বা সদস্যের মাঝে ঝগড়া না। অশ্লীল আচরণের ক্ষেত্রে সে সদস্য জিবিসি থেকে ব্লকড হবেন, কিন্তু অপরাধের মাত্রা ছোট হলে তাকে ওয়ার্নিং দেয়ার পর ৩ দিন সুযোগ দেয়া হবে। তিনি যদি সংশোধন না করেন, তাহলে জিবিসি থেকে বিদায়। এখানে বাকি সদস্যদের কাছে একটা অনুরোধ আছে; কারো দৃষ্টিকটু কোন আচরণ চোখে পড়লে কেবল মাত্র "এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি" বলে কমেন্ট লিখলে তেমন কোন লাভ নেই, আমাদের চোখে নাও পড়তে পারে। আমাদের ১০ জনের কাউকে না কাউকে ট্যাগ করবেন প্লিজ, তাহলে আমাদের দেখার সম্ভাবনাটা হাজারগুণ বেশি। [আর আপোষে নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে পারলে তো আরো ভালো!]
(১) নিয়মাবলীর প্রথম নিয়মটি বরাবরই মতই সব পোস্টের বেলাতেই প্রয়োগ করা হবে। অর্থাৎ আপনি মনমতো সৃজনশীল এবং গঠনমূলক যে কোন পোস্ট করতে পারবেন, আলোচনা করতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে সেটা যেন শ্রদ্ধাশীল হয় সকলের প্রতি। যেমন, ধর্ম নিয়ে লিখুন, সমস্যা নেই, কিন্তু আর কারো বিশ্বাসকে ছোট করে নয়। খেলার কোন বিজয়ের কথা লিখছেন, প্রতিপক্ষ দল বা দলটার সাপোর্টারদের ছোট করবেন না প্লিজ।
(২) গ্রুপ যেহেতু বড় আমাদের, ভিন্নমতের অনেককেই এখানে পাবেন। আপনার সাথে সবার মিলবে না, এবং কারো প্রতি আপনার অনুযোগ থাকতেই পারে - কেবল সদস্য নয়, আমাদের কোন অ্যাডমিনের কোন লেখা বা আচরণ আপনার দৃষ্টিকটু লাগতেই পারে। সে ক্ষেত্রে আমাদের অনুরোধ, আমাদের ১০ জন অ্যাডমিনের কাছে একসঙ্গে ইনবক্সে মেসেজ পাঠাবেন। আমরা কেউ না কেউ জবাব দিবো, আপনার অভিযোগকে খতিয়ে দেখবো; হয় সংশোধনীমূলক একশন নেবো, কিংবা, আপনার কোথাও বোঝার ভুল হয়ে থাকলে সেটাকে ভাঙিয়ে দেবো। - ইনবক্সে বলতে বলার কারণ হচ্ছে, পাবলিক পোস্ট হলে কথা অন্যদিকে ঘুরে যায়-ই; আপনি হয়তো আমাদের ১০ অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন কিন্তু অন্য সদস্যরাও তাঁদের ইনপুট দিতে চাইবেন। তাছাড়া, পাবলিকলি কারো প্রতি অনুযোগের আঙ্গুল না তুলে সেটা ইনবক্সে হওয়াটাই সমীচীন বলে মনে করি।
বিনীত অনুরোধ করছি, নিয়মগুলোকে মাথায় রেখে পোস্ট কমেন্ট করবেন, আমরাও আরো জমজমাট একটা গ্রুপ পাবো।
ধন্যবাদ।
No comments:
Post a Comment
Thanks for your comment.