Love for Beloved Chhayani Union

Saturday, 21 May 2016

ছয়ানী ইউনিয়নের যুবক ভাইদের উদ্দেশ্যে
--------------------------------------------------------
আগামী 28 তারিখ আমাদের ইউনিয়নের নির্বাচন যার মাধ্যমে নির্বাচিত হবেন আমাদের জন্য এক জন চেয়ারম্যান এবং ( 9 +3)=12 জন মেম্বার ।
তাঁরা আমাদের ইউনিয়নের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের দায়িত্ব পাবেন , আমরা আশা করি তাঁরা তাদের দায়িত্ব পালনে যথাযথ মনোযোগী হবেন ।
আজ যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো , এই নির্বাচন সম্পূর্ণ একটি স্থানীয় সরকার নির্বাচন, যদিও এই বার রাজনৈতিক ভাবে প্রাথী ও প্রতিক বরাদ্দ করা হয়েছে ।
এই নির্বাচন জাতীয় রাজনীতিতে তেমন প্রভাব ফেলবে না । কিন্তু
সারাদেশে এইবারের ইউ পি নির্বাচনের খবর ভাল নয় , বিভিন্ন জায়গায় অনেক হতাহত হয়েছে ।
এই নির্বাচনে প্রাথীগন্ এবং আমরা ভোটারেরা একই এলাকার, একে অন্যের আত্মীয় সজন, বন্ধু বান্ধব ।
রাজনৈতিক ভাবে আমাদের ভিন্ন ,ভিন্ন দল ও মত থাকবেই , কিন্তু অন্যের মতের ও পঁছন্দের প্রতি আমরা অবশ্য সন্মান দেখাব , এটাই হবে আমাদের উদারতা এবং ভদ্রতা ।
যুবক ভাইয়েরা , যিনি চেয়ারম্যান এবং মেম্বার হবেন তাঁর পরিবার এবং তিনি ব্যক্তিগত ভাবে লাভ ভান হবেন , সম্মানিত হবেন , তাঁর প্রভাব প্রতি পত্তি বাড়বে । (আমরা দোয়া করি এই সবই হউক ন্যায়সংগত ভাবে ) ।
আমরা অবশ্যই আমাদের পছন্দের প্রাথীর্ পক্ষে প্রচার করবো কিন্তু সেটা হবে যুক্তিসঙ্গত এবং গঠন মূলক । কাউকে হেয় করে নয় , কাউকে ছোট করে নয় ।
আমরা
কারও পক্ষে অন্ধ আনুগত্যের ভিত্তিতে অন্যের বিপক্ষে আক্রমণাত্মক হবো না ।
আমাদের মনে রাখতে হবে এই নির্বাচনের পরে আমরা সভাই একই এলাকায় বসবাসকারী । একে অন্যের সাথে সালাম দোয়া বিনিময় করবো ।
এটাও মনে রাখতে হবে ----
। ( তখন যেন একে অন্যকে দেখলে লজ্জা না পাই) । আল্লাহ্ তায়ালা আমাদের সভাইকে হেফাজত করুন ----- আমীন ।

No comments:

Post a Comment

Thanks for your comment.

 

SSC Chemistry

SSC Chemistry

 
Blogger Templates