Post Collected from GBC Fb Group
২২ তারিখ রাত আনুমানিক ১১.৩০ এর দিকে পূর্ব দিক হতে একটা সি এন জি সাদারী এসে থামে।সেখান থেকে ২ টা ছেলে নেমে উত্তর দিকে এবং একটা দক্ষিন দিকে যায়।আর ড্রাইভার সহ ৩ টা সি এন জির পাশেই থাকে
।তার একটু পর ই সি এন জি করে পুলিশ আসে।
পুলিশ দেখে পাশে থাকা একটা দোড়ে চলে যায়।তবে তার মোবাইল রেখে যায়।অন্য দুই টাকে পুলিশ ধরে পেলে।পরে সি এন জি সার্চ করে অস্র পাওয়া যায়।আটক দুই জন গনক বাড়ীর।
আর এখন এই ঘটনায় মামলা হইছে আমার বড় ভাই, জহিরুল ইসলাম খোকন সহ আরো ৫ জনের নামে।
।তার একটু পর ই সি এন জি করে পুলিশ আসে।
পুলিশ দেখে পাশে থাকা একটা দোড়ে চলে যায়।তবে তার মোবাইল রেখে যায়।অন্য দুই টাকে পুলিশ ধরে পেলে।পরে সি এন জি সার্চ করে অস্র পাওয়া যায়।আটক দুই জন গনক বাড়ীর।
আর এখন এই ঘটনায় মামলা হইছে আমার বড় ভাই, জহিরুল ইসলাম খোকন সহ আরো ৫ জনের নামে।
শুধুমাত্র পূর্ব শত্রুতার জেরেকাউকে এভাবে হয়রানী করার মানে কি?????
যে কর্মীর ইশারায় আজ সরকার দলীয় নেতারা সাদারীর নিরাপরাদ মানুষদের হয়রানী করছেন,প্লিজ আপনারা তার পিছনের ইতিহাসটা একটু চেক করুন।
যে কর্মীর ইশারায় আজ সরকার দলীয় নেতারা সাদারীর নিরাপরাদ মানুষদের হয়রানী করছেন,প্লিজ আপনারা তার পিছনের ইতিহাসটা একটু চেক করুন।
No comments:
Post a Comment
Thanks for your comment.