Post Collected from GBC Fb Group
বেলজিয়ামে আমার ১৫ বছরেরও বেশী সময় অতিবাহিত হয়েছে।ভাল খারাপ মিলিয়ে অনেক সময় পার করেছি। মাঝে মাঝে জিবিসিতে সেগুলোর কিছু শেয়ার করার চেষ্টা করি যদি আমাদের ছয়ানীবাসির কারো কোন উপকারে আসে।
প্রবাসে নূতন নূতন মানুষের সাথে পরিচয় হয়, নূতন সম্পর্ক তৈরি হয়। আবার সম্পর্ক ভেঙ্গেও যায়। একবার এক ভদ্রলোক আমার সাথে খুব বাজে আচরণ করেছিলেন। বাজে ভাবে আমাকে গালাগালি করেছিলেন। আমার শুভাকাঙ্ক্ষী যারা, তারা তাকে মারার জন্য উদ্যত হয়েছিলেন। আমি তাদের নিষেধ করেছিলাম এই বলে যে ঐ সময়ে ঐ ভদ্রলোকের যে ুষিক অবস্থা ছিল সে সময় আমার সাথে তার খারাপ আচরণ করাটা স্বাভাবিক ছিল। কারণ মানুষ অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু বলে পেলে বা করে পেলে। তো ২-১ বছর পর আমি ১ সুযোগে তার ১ টা উপকার করলাম। যার ফলে তার প্রবাস জীবন বদলে গেল। সে তার পরিবারের সদস্যদের নিয়ে এসে আমার কাছে অতীতের আচরণের জন্য দুঃখ প্রকাশ করল। এখন সে আমার খুব ভালো পারিবারিক বন্ধু। এবং তার মুখের যে অশ্লীল ভাষা মানুষের সাথে ব্যবহার করত সেটি এখন আর করে না।
অনেক মানুষের অতীত নেগেটিভ কিছু থাকতে পারে, তার মানে এই নয় যে সে বর্তমান ও ভবিষ্যতেও নেগেটিভ থাকবে। তাকে সুযোগ দেওয়া উচিৎ, প্রয়োজনে কাউন্সিলিং করা দরকার যেন সে ভবিষ্যতে তার নেগেটিভ আচরণগুলো পরিবর্তন করে আরও ভাল হতে পারে। যদি তার সাথে তার মতন একই নেগেটিভ আচরণ করতে থাকি তাহলে সে কখনও তার ভুল বুঝতে পারবে না বরং সে আরও খারাপ হয়ে যাবে।
আমাদের চেষ্টা করতে হবে আমাদের ভাল চারিত্রিক গুণাবলী ও আচরণ যেন অন্যদের ভাল হতে প্রভাবিত করে।
ধন্যবাদ।
অনেক মানুষের অতীত নেগেটিভ কিছু থাকতে পারে, তার মানে এই নয় যে সে বর্তমান ও ভবিষ্যতেও নেগেটিভ থাকবে। তাকে সুযোগ দেওয়া উচিৎ, প্রয়োজনে কাউন্সিলিং করা দরকার যেন সে ভবিষ্যতে তার নেগেটিভ আচরণগুলো পরিবর্তন করে আরও ভাল হতে পারে। যদি তার সাথে তার মতন একই নেগেটিভ আচরণ করতে থাকি তাহলে সে কখনও তার ভুল বুঝতে পারবে না বরং সে আরও খারাপ হয়ে যাবে।
আমাদের চেষ্টা করতে হবে আমাদের ভাল চারিত্রিক গুণাবলী ও আচরণ যেন অন্যদের ভাল হতে প্রভাবিত করে।
ধন্যবাদ।
No comments:
Post a Comment
Thanks for your comment.